ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইট 

Rate This post

আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আমাদের সকলের মোবাইলে ছবি উঠা একটা শখ। আমরা শখের বশে প্রায়সময়ই মোবাইলে ছবি উঠি। আর সেই ছবিগুলো বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য বিভিন্ন Social Media যেমনঃ Facebook, What’s App, Instagram, imo ইত্যাদি অ্যাপের মাধ্যমে শেয়ার করে থাকি। যাতে আমাদের তোলা সুন্দর ফটোগুলো সবাই দেখতে পারে৷ বন্ধুরা ছবি তোলার সময় সব ছবি যে ভালো হয় এমন নয়, অনেক ছবি পিছনের ব্যাকগ্রাউন্ড খারাপ হয়। যার কারণে আমরা ছবিটি ডিলেট করে দেই আর ভাবতে থাকি, ইশ ছবিটির ব্যাকগ্রাউন্ড যদি খারাপ না হতো তাহলে ছবিটি অনেক সুন্দর হতো। বন্ধুরা আজকে আপনাদের এমন আপচোষ দূর করবো। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পিকচার এর ব্যাকগ্রাউন্ড নিখুঁত ভাবে রিমুভ করবেন। পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা 3 টি ওয়েবসাইট। যে ওয়েবসাইট গুলোর ব্যবহার আর কাজের দক্ষতা দেখলে আপনি সত্যিই চমকে উঠবেন। 

তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা 3 টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করা যাক –

1. Remove BG – রিমোভ বিজি

পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা ওয়েবসাইট

ফটোর ব্যাকগ্রাউন্ড রিমোভের জন্য এই ওয়েবসাইট টি বর্তমানে সেরা আর জনপ্রিয় একটি ওয়েবসাইট। এর জনপ্রিয়তার মূল কারণ হলো খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রক্রিয়া। এখানে আপনি খুব সহজেই আপনার ফটোটি আপনার ডিভাইস থেকে বাছাই করে দিতে পারবেন। এই ওয়েবসাইট টির কার্যপ্রক্রিয়া এতোটাই ফার্স্ট আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে আপনি আপনার পিকচারটি আপলোড করার পর আপনার নেটওয়ার্ক কানেকশন এর উপর ভিত্তি করে আপনার ফাইলটি ১০ সেকেন্ড এর মতো লোড নিবে তারপর আপনার ইমেজটির খুব সুন্দর ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। সব থেকে মজার একটি বিষয় হলো এই ওয়েবসাইট আপনার কোনো ডাটা তাদের ডেটাবেইজ সেভ রাখে না। আপনার আপলোড করা ডাটা মাত্র এক মিনিটের কম সময়ে তাদের ডেটাবেইজ থেকে মুছে ফেলে। ফলে আপনার ডাটা সুরক্ষিত থাকে। আপনি চাইলে আজ থেকে যেকোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই Remobe BG ওয়েবসাইট টি ব্যবহার করতে পারেন। 

READ  ইন্টারনেট স্পিড চেক করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইট

2. Photo Cissor – ফটো চিসর

পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা ওয়েবসাইট

যেকোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আরো একটি সেরা ওয়েবসাইট হলো এই Photo Cissor ওয়েবসাইট। আলাদা আলাদা ওয়েবসাইট এর তুলনায় এই ওয়েবসাইটে রয়েছে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহ অসংখ্য সব ফিচার। এখানে আপনি খুব সহজেই আপনার ফাইলটির ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য আপলোড করতে পারবেন। আপনার ইমেজটি আপলোড করার পর মাত্র এক ক্লিকে আপনার ফটো টির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়াও অনলাইনেই আপনার ফটোটি এডিট করে আপনার মতো করে আরো সুন্দর করতে পারবেন৷ এছাড়া এই ওয়েবসাইটটিতে আপনি কোন অ্যাকাউন্ট না করেই ফটো এডিট এর সকল টুলস এক্সেস পাবেন যা সত্যি অনেক চমৎকার। এছাড়া আপনি এখানে টুলস এর মাধ্যমে যা যা সুবিধা পাবেন তা হলো – 

  • Remove Elements From Photo.
  • Resize Scale Without Changeing.
  • Automatic Photo Panorama With Stitch.
  • Customize Colour In One Click.

এইরকম দুর্দান্ত সব ফিচারে ভরা এই Photo Cissor ওয়েবসাইট টি। এখানে আপলোড করা আপনার ডাটা সমূহ এই ওয়েবসাইট টি তাদের ডেটাবেইজে সেভ রাখে না। যার ফলে আপনি উক্ত ওয়েবসাইট থেকে সুরক্ষিত। এত্তসব চমৎকার ফিচারে ভরা এই Photo Cissor ওয়েবসাইট টি ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ ফটো এডিট এর জন্য আপনি চাইলে আজকে থেকে ব্যবহার করতে পারেন। 

3. Slazzer – স্লাজার

পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা ওয়েবসাইট

পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ এর আরো একটি সেরা ওয়েবসাইট হলো এই Slazzer ওয়েবসাইট। এটি একটি জনপ্রিয় ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট। এর জনপ্রিয়তার কারণ হলো এখানে আপনি খুব সহজেই আপনার ফটো বাছাই করে আপলোড করতে পারবেন এবং মাত্র এক ক্লিকে আপনার কাঙ্ক্ষিত ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর খুব সহজেই আপনার ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এখানে একটি অসুবিধা আছে এখানে আপনি অ্যাকাউন্ট করলে তারপর আপনার ফাইলটির ফুল HD ফাইল ডাউনলোড করতে পারবেন। আর পিকচার এডিট এর বাকি টুলস গুলো ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অ্যাকাউন্ট না করলেও স্বল্প পরিসরে কিছু কাজ করতে পারবেন যা যথেষ্ট বলে মনে করি৷ এছাড়া Slazzer ওয়েবসাইট টিতে রয়েছে ইউজার ফ্রেন্ডলি সব ইন্টারফেস। আপনি চাইলে আজকে থেকেই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই Slazzer ওয়েবসাইট টি ব্যবহার করতে পারেন। 

READ  Chat GPT এর থেকেও  সেরা ৫ টি Ai ওয়েবসাইট

 তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট যেকোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা 3 টি ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button