SEO শেখার জন্য সেরা ৫ টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আপনি কি জানেন SEO শিখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ প্রয়োজন আছে? হয়ত জানেন না বা জানলেও কি প্রয়োজন তা হয়ত জানেন না। অনলাইনে SEO করতে নিজের অভিজ্ঞতা কে আরো বেশি ডেভেলপ করতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ SEO তে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত যারা SEO করে তারা মূলত নিজের SEO কাজের অভিজ্ঞতাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে থাকে৷ মূলত একজন SEO এক্সপার্ট নিজের সামনে কয়েকটি মূল লক্ষ নিয়েই SEO এর জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে থাকে। এর মধ্য কয়েকটি প্রধান লক্ষ হলো –
- দৃঘ্য সময়ের কোনো কাজকে অল্প সময়ে করা।
- ইউজার এক্সপেরিয়েন্স অনেক বেশি করার চেষ্টা।
- কাষ্টমারকে অতিরিক্ত সুবিধা প্রদান করা।
- নিজের বায়োতে আলাদা কিছু এক্সপেরিয়েন্স যুক্ত করা।
- প্রতিযোগিতামূলক নিজেকে অন্যের সামনে আলাদাভাবে তুলে ধরার জন্য।
মূলত এই সব বিষয়ে লক্ষ রেখে একজন SEO এক্সপার্ট প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলো শিখে থাকে।
যদিও বর্তমানে SEO শিখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতেই হবে এমন বিষয় নিয়ে বির্তক আছে। SEO করার জন্য আপনাকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতেই হবে এমন কোনো কথা নাই। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর অভিজ্ঞতা আপনার মাঝে না থাকলেও আপনি SEO এক্সপার্ট হতে পারবেন। তবে মার্কেটপ্লেসগুলোতে আপনি নিজেকে সবার সামনে অন্যরকম ভাবে তুলে ধরতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর বিকল্প নাই। এতে আপনার ইউজারকে SEO ফ্রেন্ডলি সুবিধা দিতে পারবেন।যার ফলে মার্কেটপ্লেসে আপনার বায়ার এর সংখ্যা বেশি হবে। হ্যা বন্ধুরা এসব কারণগুলোকে সামনে রেখেই আজ আমি আপনাদের জানাবো SEO এক্সপার্ট হওয়ার জন্য সেরা ৫ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে।
ডেভলপারদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা
আপনি যদি এখন প্রোগ্রামিং SEO এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে একজন ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে ভালো সম্পর্ক করতে হবে। কারণ আপনি যখন কোনো ওয়েবসাইট এর কাজ করবেন তখন ওয়েবসাইটির কোন জায়গায় চেঞ্জ হয়েছে, সমস্যা কোথায়, কোথায় আপনাকে পরিবর্তন করতে হবে এসব খুব সহজেই বুজতে পারবেন।
এছাড়াও ওয়েবসাইটে আপনার করা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর কারণে ডিজাইনের পরিবর্তন হলে সেটা কীভাবে সমাধান করবেন এই বিষয়ে আপনাকে একজন ওয়েব ডেভেলপার সহায়তা করতে পারবেন। তাই আপনার বায়ারের ইউজার এক্সপেরিয়েন্স ভালো করতে আপনার একজন ওয়েবসাইট ডেভলপারের সাথে ভালো সম্পর্ক করার বিকল্প কিছু নাই। তাই আপনি যদি একজন SEO এক্সপার্ট হতে চান সর্বপ্রথম একজন ভালো ওয়েবসাইট ডেভলপারের সাথে সম্পর্ক করে নিন।
তো চলুন এবার আমরা জেনে নেই সেরা ৫ টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা দ্বারা আপনি খুব সহজেই SEO করতে পারবেন।
১. Python Programming
আপনি প্রোগ্রামিং করে SEO করতে চাচ্ছেন। প্রোগ্রামিং এর প্রতি আপনার আগ্রহ অনেক বেশি তাহলে আপনার জন্য প্রথমেই যে ল্যাংগুয়েজ টি আসবে তা হলো Python Programming ল্যাংগুয়েজ। এই ল্যাংগুয়েজ টি বর্তমানের সেরা আর জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। Python দিয়ে বলতে গেলে আপনি অল ওভার ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়াও বর্তমানে Python শেখা আগের তুলনায় অনেক সহজ। Python আপনার নিয়মিত কাজের ডাটা অ্যানালাইসিস কে আরো অনেক বেশি সহজ করে দিবে। এছাড়াও আপনি আপনার কাজের অভিজ্ঞতা কে আরো কয়েকগুণ বাড়িয়ে ডাটা অ্যানালাইসিস এর আরো উচ্চ পর্যায়ের কাজগুলো খুব সহজেই করতে পারবেন।
Python Programming ল্যাংগুয়েজ এর সাথে অন্য অন্য ল্যাংগুয়েজ গুলোর কিছুটা পার্থক্য রয়েছে। যেমন আপনি চাইলে Python দিয়ে মাল্টিপল সোর্স থেকে ডাটা কম্পাইল করে একটি প্রজেক্ট ফাইলে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনি Python ব্যবহার করে একটি মোবাইল অ্যাপলিকেশন কিংবা GUI অ্যাপলিকেশন বানাতে পারবেন। যা আপনাকে অনেকগুলো ডাটা থেকে একটিমাত্র ডাটাতে নিয়ে আসতে সাহায্য করবে।
২. JavaScript
SEO শেখার জন্য সেরা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলোর মধ্য আরো একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো এই JavaScrip প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। আপনি যদি একজন সেরা SEO এক্সপার্ট হতে চান তাহলে javaScript আপনার জন্য সেরা একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হতে পারে। যদিও javaScript প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অনেক কঠিন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এটি শেখা একদম সহজ নয় আবার অনেক কঠিন ও নয়। আপনার মনে ইচ্ছাশক্তি থাকলে আপনিও এই JavaScript প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি শিখতে পারবেন।
JavaScript প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে বেশিরভাগ সময়েই ওয়েবসাইট বিল্ড করা হয়। আপনি একজন SEO এক্সপার্ট হলে আপনাকে সেই ওয়েবসাইট এর খুঁটি নাটি পরিবর্তন সম্পর্কে একনজরেই বিস্তারিত ধারণা আয়ত্তে আনতে হবে। আপনি যদি JavaScript জানেন তাহলে আপনার জন্য সমস্যা এক্সপ্লেইন করা অনেক বেশি সহজ হয়ে যাবে। এছাড়াও JavaScript জানলে অনেক জটিল কম্পাইল ফাইল বা প্লাগিন এর ব্যবহার ছাড়াই JavaScript এর মাধ্যমে আপনি সেই কাজগুলো অনেক সহজেই করতে পারবেন।
এছাড়াও আপনার Wordpress Website বিভিন্ন রকমের প্লাগিন ব্যবহার করার কারণে আপনার ওয়েবসাইটে SEO করতে গুগলে বিভিন্ন রকমের Error বা সমস্যা দেখা দিতে পারে। মূলতে এই সমস্যা গুলো সহজেই সমাধান করার জন্য আপনাকে অবশ্যই JavaScript শেখা উচিত।
৩. C or C+
SEO এক্সপার্ট হওয়ার জন্য আরো দুইটি প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো C or C+ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। আবার C প্রোগ্রামিং ল্যাংগুয়েজের অনেকগুলো প্রকারভেদ রয়েছে যেমন C, C+, C# . C একটি অটো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা অটো বট বা Ai এর মতো বড়ো বড়ো অটো কাজ করা প্রোগ্রামিং প্রজেক্ট ফাইল গুলো বানানোর কাজে ব্যবহার করা হয়। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আজ থেকে প্রায় ৪০ বছর আগের ডেভলপ করা একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা এখনকার জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। যারা অনেক অভিজ্ঞ প্রোগ্রামার তারা এই C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কে জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলে থাকে কারণ এই C প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ধারণা থেকেই বাকি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলোর উৎপত্তি হয়। এর সব থেকে মজার ব্যাপার হলো এর হাই সিকিউরিটি। খুব কম মানুষ এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে জন্য এতে বানানো যেকোনো প্রজেক্ট এর উপর সাইবার অ্যাটাক হয়না বললেই চলে।
আবার অন্যদিকে C+ কে মূলত C এর এক্সটেনশন হিসাবেই বিবেচনা করা হয়। সাধারণ C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর অপটিমাইজেশন করার জন্য কিংবা C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে বানানো প্রজেক্ট ফাইল এর স্প্রিট অপটিমাইজ করার জন্যই এই C+ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টি ব্যবহার করার হয়।
৪. C#
SEO এক্সপার্ট হওয়ার জন্য আরো একটি সেরা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো এই C# প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এই C# মূলত বিশ্ববিখ্যাত সফটওয়্যার কোম্পানি Microsoft ইউজ করে থাকে। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টি মূলত একটি Network Framework প্রোগ্রামিং ল্যাংগুয়েজ৷ এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টি কোনো প্রোগ্রামিং করার সময় সরাসরি ব্যবহার করা হয় না৷ এই C# প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টি ব্যবহার করার পরিবর্তে এখানে Byte Code ব্যবহার করা হয়।
5. (Go) Golang
SEO এক্সপার্ট হওয়ার জন্য আরো একটি সেরা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হলো এই (GO) বা Golang প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। গুগলে রাজত্ব করতে চাইলে আপনি এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টি শিখে নিতে পারেন। কারণ এই (Go) Golang হলো গুগলের একটি নিজস্ব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ৷ এটি একটি হাই কোয়ালিটি এবং হাই পারফরম্যান্স এর কোডিং কোড। গুগলের তৈরি বিভিন্ন প্রজেক্ট তাদের এই (Go)Golang প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করেই তৈরি করা হয়েছে।
গুগলের প্রজেক্টগুলো অনেক ফার্স্ট স্প্রিট অপটিমাইজেশন করা থাকে এর মূল কারণ হলো এই (Go)Golang প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এটি Python প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থেকে অনেক আলাদা যার কারণে এই (Go) Golang প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টি অনেক সুপারফাষ্ট একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এটি কোনো এক্সট্রা ওয়ার্ক ছাড়াই মাল্টিপল CPU থ্রেড ইউটিলাইজ করতে পারে। আপনি চাইলে গুগলে আপনার ওয়েবসাইটকে আরো বেশি SEO ফ্রেন্ডলি সুপারফাষ্ট করতে চাইলে গুগলের এই নিজস্ব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে নিতে পারেন।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট SEO শিখার জন্য সেরা ৫ টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।