কীভাবে টুইটার অ্যাকাউন্টের ইউজার নাম চেঞ্জ করবেন

Rate This post

আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে আমরা প্রায় সারা বিশ্বের লোকজন টুইটার ব্যবহার করে থাকি। কারণ বর্তমানে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া মাধ্যম হলো এই টুইটার। এটির জনপ্রিয়তার মূল কারণ হলো এতে মাসে কয়েক মিলিয়ন এরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে। আর এটির প্রতিষ্ঠাতা হলো মজার আর জনপ্রিয় একজন ব্যক্তি ইলন মাক্স। তার হাত ধরেই টুইটারের এক নতুন যাত্রা শুরু হয়েছে। বন্ধুরা আমরা অনেকেই প্রথমে টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলি, তখন আমাদের অজান্তে বা অটোমেটিকভাবে টুইটার আমাদের অ্যাকাউন্টে একটি ইউজার নাম সেট করে দেয়। কেউ টুইটারে সেই ইউজার নামে সার্চ করলে আপনার টুইটার অ্যাকাউন্ট টি সহজেই খুঁজে পাবে। টুইটার ইউজার নাম চেঞ্জ করাও গুরুত্বপূর্ণ। 

এটিই মূলত ইউজার নেম এর কাজ। ইউজার নেম হলো আপনার টুইটার অ্যাকাউন্ট এর একটি স্পেশাল পরিচয়। আমাদের অনেকের প্রথম অবস্থায় টুইটার যে ইউজার নাম দেন তা পছন্দ হয়। ফলে আমরা আমাদের টুইটার ইউজার নামটি চেঞ্জ করতে চাই। কিন্তু ইউজার নাম চেঞ্জ প্রোসেস টা একটু জটিল হওয়ার কারণে আমরা অনেকেই আমাদের টুইটার অ্যাকাউন্ট এর ইউজার নামটা চেঞ্জ করতে পারি না। বন্ধুরা আজকে আমি আপনাদের এই সমস্যার সমাধান দিবো। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্ট এর ইউজার নেম চেঞ্জ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
কাজটি করার জন্য প্রথমে প্লেস্টোর থেকে টুইটারের অফিসিয়াল অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করে নিবেন।
টুইটার ইউজার নাম চেঞ্জ
এবার আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টে লগ-ইন করে নিন। লগ-ইন করার জন্য –

  • ফোন নম্বরের বা জিমেইল এর ঘরে ফোন নাম্বার যা জিমেইল দিয়ে দিন।
  • পার্সওয়াড এর ঘরে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্ট এর পার্সওয়াড টি দিয়ে দিন।
  • তারপর নিচের লগ-ইন অপশনে ক্লিক করুন।
READ  কিভাবে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন

টুইটার ইউজার নাম চেঞ্জ
আপনার টুইটার অ্যাকাউন্ট সফলভাবে লগ-ইন করা হয়ে গেলে হোম পেজ থেকে বামকোনের একদম উপরে আপনার প্রোফাইল পিকচার টিতে ক্লিক করুন।
টুইটার ইউজার নাম চেঞ্জ
এবার আপনারা একটু নিচে Setting And Support নামের অপশন টিতে ক্লিক করুন। তারপর Setting And Privacy অপশনে ক্লিক করুন।

তারপর আপনারা একটু নিচে থেকে Your Account অপশনে ক্লিক করুন।
টুইটার ইউজার নাম চেঞ্জ
এবার আপনারা Account Information অপশনে ক্লিক করুন।

তারপর আপনারা একটু নিচে আপনার বর্তমান অ্যাকাউন্টে থাকা ইউজার নামটি দেখতে পারবেন। আপনারা সেই ইউজার নামটিতে ক্লিক করুন।
টুইটার ইউজার নাম চেঞ্জ
এবার আপনারা উপরের বক্সে ক্লিক করে আপনি আপনারা টুইটার অ্যাকাউন্টে যে ইউজার নামটি দিতে চান তা দিয়ে দিন।

আপনাদের ইউজার নামটি সফল ভাবে দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচে Done অপশনে ক্লিক করে আপনাদের ইউজার নামটি কনফার্ম করে সেট করে দিন।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট, কীভাবে টুইটার অ্যাকাউন্ট এর ইউজার নাম চেঞ্জ করবেন। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Articles

Back to top button