বাজেট ফ্রেন্ডলি সেরা ৩ টি স্মার্ট ওয়াচ
আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা সবাই নিজেদেরকে অনেক সুন্দর করে অন্যদের সামনে তুলে ধরতে চাই। নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কত কিছুই না করে থাকি। নিজেকে অন্যের সামনে বিশেষ করে নিজের প্রিয়জনের সামনে নিজেকে অন্যরকম করে তুলে ধরতে আমরা কত কিছুই করে থাকি। দামি শাট, দামি চশমা, দামি হাতঘড়ি, দামি প্যান্ট, দামি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে আরো কত কিছু।
আপনাকে সুন্দর করে তোলার জন্য বিশেষ একটি জিনিস হলো হাতঘড়ি বা স্মার্ট ওয়াচ। হাতে যদি হাত ঘড়ি বা স্মার্ট ওয়াচ না থাকে তাহলে কেনো যেন মনে হয় হাতটাকে মানাচ্ছে না। হাতকে সুন্দর করে মানান সই করার জন্য আমরা হাতে ঘড়ি পড়ে থাকি। তবে কয়েকদিন পর দেখা যায় সেই হাত ঘড়ি আর ভালো লাগে না বা স্মার্ট ওয়াচ স্টাইল বা লুকিং টা আর ভালো লাগে না। যার ফলে আবারো নতুন হাত ঘড়ি বা স্মার্ট ওয়াচ কিনতে চাই। যাকে এককথায় মানি ওয়েস্ট বলে।
তবে আপনি আজকের পোস্ট টি মনোযোগ সহকারে পড়লে এই সমস্যা থেকে রেহাই পাবেন। বেষ্ট ফিচার নিয়ে হাতে মানান সই হাত ঘড়ির খোঁজ পাবেন আজকের পোস্টে। হ্যাঁ বন্ধুরা আজকে আমি যেমন তেমন ঘড়ি নিয়ে আলোচনা করবো না। আজকে আমরা সেরা ৫ টি স্মার্ট ওয়াচ এর সেরা কিছু ফিচার, মূল্য ইত্যাদি সম্পর্কে জানবো। আর আজকের পোস্ট আপনাকে আপনার জন্য সেরা স্মার্ট ওয়াচ বাছাই করে দিবে। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে বর্তমানের সেরা ৫ টি স্মাটওয়াচ ও তাদের বেষ্ট ফিচার নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
১. Xiaomi KW66 Smart Watch
সেরা কিছু ফিচার নিয়ে তৈরি করা Xiaomi KW66 ব্রান্ডের Smartwatch টি। আপনি যদি একজন Smartwatch লাভার হয়ে থাকেন তাহলে শাওমির এই ছোট্ট Smartwatch টি ব্যবহার করতে পারেন। যারা অনেক বেশি বড়ো ঘড়ি ব্যবহার করা পছন্দ করে না তাদের জন্য Xaiomi KW66 এই ছোট্ট Smartwatch একটি সেরা পছন্দের জিনিস হতে পারে। আসলে এটি দেখতে যতোটা ছোট তার থেকে এর কাজের পারফরম্যান্স অনেক বড়ো। Xaiomi KW66 Smartwatch টি দেখতে ছোট্ট হলেও আপনি এই Smartwatch টি দিয়ে আপনার হাতের স্মার্টফোন টি ফুল কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে 3D HD Curve স্কিন যা আপনার Smartwatch এর লুকিং চমৎকার করে তুলবে। এছাড়াও আপনি এখানে অন্যসব Smartwatch এর মতোই ফিটনেস ট্রাক করার জন্য মোট ১০ টি টুলস পেয়ে যাবেন। চমৎকার এই টুলস গুলো হলো-
- সাইকেল মুড।
- রানিং মুড।
- এস কিপিং মুড।
- স্পোর্টস ডাটা শেয়ার।
- কল রিমাইন্ডার সহ আরো চমৎকার সব টুলস দেখতে পারবেন Xaiomi KW66 Smartwatch.
এছাড়াও Xaiomi KW66 Smartwatch টি কিনলে এর সাথে পাবেন চার্জার, ব্যাটারি, ও একটি গ্লাস প্রটেক্টশন যা আপনার Smartwatch সর্বোচ্চ সুরক্ষিত রাখবে। আর আপনি চাইলে এই Smartwatch টি পড়ে গোসল ও করতে পারবেন। কারণ Xaiomi KW66 Smartwatch রয়েছে আইপি ৬৮ ওয়াট ওয়াটার রেজিস্ট্যান্ট। যার কারণে আপনার Smartwatch এ কখনো পানি প্রবেশ করবে না। Xaiomi KW66 Smartwatch এর সবচেয়ে সেরা একটি ফিচার হলো এই Smartwatch টি একবার ফুল চার্জ করলে ৩০ দিন পর্যন্ত একটানা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যা সত্যি অবাক করার মতো। বাজারে Xaiomi KW66 Smartwatch টির মূল্য রাখা হয়েছে BDT ২৮৯৯ টাকা। আপনি যদি Smartwatch লাভার হয়ে থাকেন তাহলে Xaiomi KW66 Smartwatch টি আপনার জন্য একটি সেরা চয়েজ হতে পারে।
২. XIinji Cobee C1 Smart watch
সেরা Smartwatch গুলোর লিস্টে আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে আছে XIinji Cobee C1 Smartwatch টি। এটি আসলে একটি স্পোর্টস স্মার্ট ওয়াচ. এটিকে আসলে স্পোর্টস এর দিকে মূল লক্ষ রেখে তৈরি করা হয়েছে। এই XIinji Cobee C1 Smartwatch আপনি অন্যসকল ফিচার এর চেয়ে স্পোর্টস ফিচারগুলো অনেক বেশি পরিমাণে পেয়ে যাবেন। এই Smartwatch টি ব্যবহার করে আপনি সকল প্রকার স্পোর্টস টুলস মনিটরিং বা অ্যানালাইস করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে-
- ২৪ ঘণ্টা হেলথ্ মনিটরিং।
- ফিটনেস ট্রাকিং।
- ব্লাড প্রেসার চেকিং টুলস সহ আরো নানারকম অসাধারণ সব স্পোর্টস টুলস।
এই ঘড়িটি অসাধারণ হওয়ার পিছনে কারণ হলো এতে থাকা সেরা কিছু ফিচার। এই XIinji Cobee C1 Smartwatch টি ওয়াটার রেজিস্ট্যান্ট Smartwatch হিসাবে তৈরি করা হয়েছে। এটি পরে আপনি সুইমিং পুলে সাঁতার কাটতে পারবে। এতে আপনার Smartwatch টির কোন সমস্যা হবে না। এছাড়াও এর বিল্ড ইন কোয়ালিটিও অনেক ভালো। এতে বিল্ড ইন ব্যবহার করা হয়েছে-
- ১.৬৯” বিগ সাইজের স্কিন।
- ২৫০ MH এর শক্তিশালী বিগ ব্যাটারি।
- ব্লুটুথ ৫.০ কানেকশন।
ঘড়িটিতে আপনি একবার ফুল চার্জ করলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। যা সত্যি অনেক ভালো সুবিধা। অনলাইন, অফলাইন মার্কেটে XIinji Cobee C1 Smartwatch এর প্রাইজ রাখা হয়েছে BDT ২৫০০ টাকা। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি সেরা একটি স্মার্ট ওয়াচ চান তাহলে আপনার জন্য এই XIinji Cobee C1 Smartwatch টি সেরা একটির পছন্দের তালিকায় থাকতে পারে।
৩. Tws Or T55 Smart Watch
সেরা Smartwatch এর লিষ্টগুলোর মধ্য আমাদের সর্বশেষ সেরা একটি Smartwatch হলো এই Tws Or T55 Smart Watch. এটি সেরা হওয়ার পিছনে অসাধারণ সব কারণ লুকিয়ে রয়েছে। এতে রয়েছে সেরা কিছু অসাধারণ ফিচার। যা ব্যবহার করে আপনি দৈনন্দিন প্রায় সব কাজগুলোই করতে পারবেন। এতে ঘড়িতে সেরা কিছু ফিচার এর মধ্য উল্লেখযোগ্য কিছু ফিচার হলো-
- ফোন কল রিসিভ করা।
- হার্ডবিট মনিটরিং করা।
- ব্লাড প্রেসার মনিটরিং করা।
- ক্যালরি, ব্রান, সুগার সহ মনিটরিং করার আরো অনেক সুন্দর সুন্দর সব টুলস পেয়ে যাবেন।
বন্ধুরা আপনি আমাদের সেরা স্মার্ট ওয়াচ এর পোস্ট পড়তে পড়তে এতদূর চলে এসেছেন আর কিছু গিফট নিয়ে যাবেন না তা কি হয়। হ্যাঁ বন্ধুরা গিফট পাবেন। আপনি এই Tws Or T55 Smart Watch টি কিনলে এর সাথে পাবেন PR04 Earphone JL Chip একদম ফ্রি। যা দেখতে অনেক সুন্দর আর চমৎকার ডিজাইন করা একটি এয়ারপটস যা আপনাকে একদম ফ্রিতেই দেওয়া হবে। এছাড়াও এই Smartwatch ব্যবহার করা হয়েছে-
- ১.৫৪ ইঞ্চি ডিসপ্লে।
- ১৮০ MH বিগ ব্যাটারি।
- মিউজিক কন্ট্রোল।
- সোশ্যাল মিডিয়া কন্ট্রোল ফিচার।
Tws Or T55 Smart Watch টিতে ব্যবহার করা ১৮০ MH ব্যাটারি যা একবার ফুল চার্জ করলে অনায়াসে তিন ব্যাকআপ পেয়ে যাবেন। যা মিড বাজেট এর মধ্য ভালোই বলে আমি মনে করি। অনলাইন কিংবা অফলাইন সহ সকল স্টোরে এই Tws Or T55 Smart Watch টির মূল্য রাখা হয়েছে BDT ১৫০০ টাকা মাত্র। আপনি যদি অল্প বাজেটের সেরা একটি Smartwatch কিনতে চান তাহলে আপনার জন্য Tws Or T55 Smart Watch টি একটি সেরা চয়েজ হতে পারে।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট বাজেট ফ্রেন্ডলি সেরা ৩ টি স্মার্ট ওয়াচ। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।