নতুনদের জন্য সেরা ৪ টি মেডিক্যাল অ্যাপ 

Rate This post

আসসালামু আলাইকুম।ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে অনলাইন থেকে শিক্ষা নেওয়াটা অনেক জনপ্রিয় একটি পদ্ধতি হয়ে উঠেছে। অনলাইন থেকে শিক্ষা এ যেন একজন ফ্রি শিক্ষক পাওয়ার মতো। বন্ধুরা আপনারা অনেকেই হয়ত জানেন মেডিক্যাল শিক্ষা কতটা ব্যয়বহুল একটি শিক্ষা। সবার পক্ষে ডাক্তারি বা মেডিক্যাল শিক্ষা নেওয়াটা এর খরচের কাছে প্রায় দুঃসপ্নের। যা সবার ভাগ্যে জটে না। বন্ধুরা মন খারাপ করবেন না। কেমন হতো যদি আপনি ফ্রিতে মেডিক্যাল শিখতে পেতেন কিংবা ফ্রিতেই একজন মাস্টার পেতেন যিনি আপনাকে ডাক্তারি শিক্ষা দিতো? নিশ্চয় অনেক ভালো হতো তাই না। হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য সেরা ৫ টি ডাক্তারি অ্যাপ নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে আপনি বিনামূল্যে খোঁজ সহজেই মেডিক্যাল শিক্ষা নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িতে আজকের সেরা অ্যাপগুলো নিয়ে আলোচনা করা যাক।

1. Medication Guide – মেডিক্যাল গাইড

মেডিক্যাল শিক্ষা

ডাক্তারি শিক্ষা অ্যাপগুলোর মধ্য আজকে সেরা আর শীর্ষ স্থান করে নিয়েছে এই Medication Guide ডাক্তারি অ্যাপ টি। এই Medication Guide অ্যাপ টির জনপ্রিয়তার মূল কারণ হলো এর সুন্দর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যা ইউজারের মন কেড়ে নেয়৷ এছাড়াও এই অ্যাপটিতে মূলত একটি শারীরিক চিকিৎসা বিজ্ঞান একটি অ্যাপ। এখানে আপনি সকল প্রকার রোগের লক্ষণ সহ এর চিকিৎসা এবং রোগীকে কি কি ওষুধ খাওয়ানো উচিত সবকিছুর সুন্দর একটি নিদেশনা পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি আপনার ওষুধ টি বেশিমাত্রা খেলে কি কি সমস্যা বা সাইডিফেক্ট হতে পারে তার সম্পর্কেও লেখা দেখতে পারবেন। যা আপনার শিক্ষার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবে বলে আমি মনে করি৷

READ  কিভাবে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন

এছাড়াও এখানে আপনি যে ওষুধ টি কিনবেন তার দাম ঠিক কত পরবে তারও একটি নিদিষ্ট মূল্য তালিকা দেখতে পারবেন যা আমাদের জন্য সত্যি অনেক বড়ো একটি ফিচার। Medication Guide অ্যাপ টির এত্তসব ফিচার এর কারণে এই Medication Guide অ্যাপটি সবার কাছে এত জনপ্রিয়। এছাড়াও গুগল প্লে-স্টোরে Medication Guide অ্যাপটির মোট 1M+ সফল ইন্সটলার আছে। আপনি চাইলে আপনিও আজকে এই Medication Guide অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে আপনার ডাক্তারি মেধাকে আরো বাড়িয়ে তুলতে পারবেন।

2. Epocrates – ইপোক্যারেট

মেডিক্যাল শিক্ষা

অনলাইনের মাধ্যমে ডাক্তারি শিক্ষার সেরা আরো কয়েকটি অ্যাপের মধ্য আমাদের লিস্টের দ্বিতীয় হলো এই Epocrates অ্যাপ। এই Epocrates অ্যাপ এর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হলো এর ফ্রি সার্ভিস ও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। যা এর বেশিরভাগ ইউজারদের মন করেছে৷ এটি মূলত একটি ফ্রি শিক্ষা অ্যাপ। এই Epocrates অ্যাপে আপনি আপনার ওষুধ এর মেয়াদ চেক করতে পারবেন। এটি এই ওয়েবসাইট এর সেরা একটি ফিচার। কারণ মেয়আদ ছাড়া ওষুধ সেবন আপনার জন্য জীবন নাশের কারণ হতে পারে। এছাড়াও আপনার লক্ষণ কেমন হলে কেমন রোগ হবে তা এই Epocrates অ্যাপে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। এছাড়াও উক্ত রোগীর জন্য কি পরিমাণ ওষুধ দিনে কতবার খাওয়ানো হবে তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয় এই Epocrates অ্যাপ। এই Epocrates অ্যাপটির প্লে-স্টোরে মোট 1M+ অ্যাক্টিভ ইন্সটল ইউজার আছে। আপনি চাইলে আজকেই এই ডাক্তারি Epocrates অ্যাপটি আপনার ফোনেও ইন্সটল করে ফ্রিতেই ডাক্তারি শিক্ষা নিতে পারবেন।

3. VisualDx – ভিসুয়েল ডিএক্স

মেডিক্যাল শিক্ষা

অনলাইনের মাধ্যমে ডাক্তারি শিক্ষা আরো একটি অ্যাপ হলো এই visualDX অ্যাপ। এটি মূলত চর্ম রোগ বিশেষজ্ঞ একটি ডাক্তারি অ্যাপ৷ এখানে আপনি খুজলি, পাচড়া, দাউদ, লাল চামড়া সহ মানুষের শরীরের চামড়াতে হওয়া সকল ধরনের চিকিৎসার পরামর্শ পাওয়া যায়৷ এখান থেকে আপনি একজন চর্ম বিশেষজ্ঞ হতে পারবেন। এই অ্যাপটি আপনাকে চর্ম বিষয়ে সকল ডাক্তারি শিক্ষা দিতে পারবে। এই অ্যাপটি চর্ম রোগের সকল ওষুধ এর বিষয়ে যাবতীয় সকল তথ্য আপনাকে দিতে সক্ষম। এমনকি কোন ওষুধ কখন কোন নিয়মে খাবেন তার এক বিশাল ডাটা এই VisualDX অ্যাপের মধ্য বিদ্যমান আছেন। গুগল প্লে-স্টোরে এই জনপ্রিয় অ্যাপটির ডাউনলোড ইউজার রয়েছে প্রায় 100K. আপনি যদি চর্ম বিশেষজ্ঞ একজন অভিজ্ঞ ডাক্তার হতে চান তাহলে অনলাইনে ডাক্তারি শিক্ষার জন্য VisualDX আপনার জন্য একটি সেরা অ্যাপ হতে পারে৷ আপনি চাইলে আজকেই ইন্সটল করে ব্যবহার করতে পারেন।

READ  What's App সেরা ৪ টি আপডেট ফিচার

4. Medscape – মিডক্সক্যাপ

মেডিক্যাল শিক্ষা

অনলাইনের মাধ্যমে ডাক্তারি শিক্ষা সেরা আরো একটি অ্যাপ হলো এই MadScape অ্যাপ। এটি অনেক জনপ্রিয় একটি চিকিৎসা অ্যাপ। এর জনপ্রিয়তার মূল কারণ হলো অ্যাপটির সুন্দর ইউজার ইন্টারফেস। এছাড়াও এতে আপনি একদম ফ্রিতেই সকল ধরনের চিকিৎসার সমাধান পেয়ে যাবেন। এছাড়াও এতে আপনি সকল ধরনের চিকিৎসার ওষুধ খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। তাছাড়াও একই নামে কয়েকটি ভিন্ন রকমের ওষুধ থাকলে আপনি এই Madscape দ্বারা খুব সহজেই আপজি কোন ওষুধ টি খান সেটি খুঁজে বের করতে পারবেন। এছাড়াও আপনার ওষুধ টি কীভাবে কি পরিমাণ আর কোন কোন সময় খাওয়া লাগবে তার সমস্ত ডিটেইলস এই Madscape অ্যাপে লেখা আছে। যার দ্বারা আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ওষুধ এর ব্যবহার বিধি জানতে পারবেন। গুগল প্লে-স্টোরে এই Madscape অ্যাপটির মোট 5M ডাউনলোড ইউজার আছে। আপনি চাইলে আজকে আপনিও ডাউনলোড করে এটি পড়তে পারেন। আর খুব সহজেই ডাক্তার হয়ে যেতে পারেন।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট ডাক্তারি শিক্ষার জন্য সেরা ৪ অ্যাপ। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Articles

Back to top button