What’s App সেরা ৪ টি আপডেট ফিচার

Rate This post

আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা What’s App নামটি শুনেনে নাই এমন লোক হয়ত খুব কম পাবেন। কারণ ঝামেলা মুক্ত সেরা মেছেজিং অ্যাপ হিসাবে অনলাইনে জায়গা করে নিয়েছে এই Whats App অ্যাপটি। অনলাইনের নানান রকম পরিবর্তন এর দিকে লক্ষ রেখে অন্য সব অ্যাপ এর মতো What’s App ও অন্যসকল অ্যাপের মতো নানান ফিচার নিয়ে হাজির হয়েছে। এমনি অসংখ্য কিছু ফিচার এর মধ্য আজকে আমি আপনাদের সাথে What’s App এর সেরা 4 টি ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আর সেই ফিচার গুলো আপনি কীভাবে ব্যবহার করবেন সেগুলোও দেখি দিবো। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক What’s App এর সেরা 4 টি আপডেট ফিচারগুলো কি কি?

1. Message Edit – মেছেজ এডিট

What's app আপডেট ট্রিক

বন্ধুরা আমরা যারা what’s App ব্যবহার করি তাদের কাছে একটি সেরা আপডেট হতে পারে এই Message Edit অপশন টি। কেননা আমরা আগে জানতাম What’s App এ পাঠানো মেছেজ আর এডিট করা যায় না। আমরা অনেকের সাথে What’s App এ মেছেজ করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পাঠানো মেছেজ টি ভুল হয়ে যায়। যার ফলে আমরা দ্বিধায় পরে যাই। বন্ধুরা আজকের পর থেকে আপনাদের মাঝে আর এমন দ্বিধা থাকবে না। আজকে থেকে আপনি What’s App পাঠানো মেছেজ গুলো পরে আবার নিজের ইচ্ছামতো এডিট করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে যা যা করতে হবে তা হলো – 

  • আপনি যে মেছেজ টি এডিট করতে চান সেই মেছেজ টিতে লং প্রেস করে ধরে রাখুন। 
  • তারপর ডানকোনের একদম উপরে কলম আইকনে ক্লিক করে আপনাদের ভুল মেছেজ টি পুনরায় এডিট করে ঠিক করে নিন। 
READ  VPN সেরা ৫ টি ফিচার যা সম্পর্কে আপনার জানা দরকার

2. Quick Emoji Send – কুইক ইমোজি সেন্ড

What's app আপডেট ট্রিক

What’s App সেরা কয়েকটি ফিচার এর মধ্য এই ফিচারটি বেশ ভালোই জনপ্রিয় একটি ফিচার। কেননা আপনার বর্তমান মুড টি আসলে কেমন তা খুব সহজেই এই ফিচার ব্যবহার করে বুজাতে পারবেন। এটি আপনার প্রিয়জনের সাথে কথা বলার রোমান্টিকতা আরো বারীয়ে তুলবে। তাই বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি ফিচার হলো এই ইমোজি সেন্ড ফিচার টি। আপনার প্রিয়জন আপনাকে কোন মেছেজ দিলে সেটা পড়ে আপনার মুডে আসলে কেমন ফিল আসলো তা খুব সহজেই অপর পার্শ্বের ব্যক্তিকে বুজাতে পারবেন। তো চলুন দেখে নেই কীভাবে আপনারা What’s App কুইক ইমোজি সেন্ড করবেন – 

  • আপনি যে মেছেজ টিতে ইমোজি সেন্ড করতে চাচ্ছেন সেই মেছেজটিতে লং প্রেস করে ধরে রাখুন। 
  • তারপর এখানে আপনার ইচ্ছামতো যে ইমোজি টি আপনি দিতে চাচ্ছেন সেটিতে ক্লিক করে দিন। ব্যাস হয়ে গেলো। 

3. Hideen Group Leave – হাইডেন গ্রুপ লেভ

What's app আপডেট ট্রিক

বন্ধুরা আমরা যারা What’s App ইউজ করি তাদের বেশিরভাগ মানুষ প্রায়ই এই সমস্যার সম্মুখীন হয়। আমাদের বন্ধুবান্ধব আমাদের না বলেই বিভিন্ন ধরনের আড্ডা গ্রুপে যয়েন করে ফেলে। ফলে সেসব গ্রুপ থেকে যখন তখন মেছেজ এসে আমাদের বিরক্ত করে ফেলে। যার কারণে আমরা চাই সেই গ্রুপ থেকে লেভ নিতে কিন্তু সমস্যা হলো আমরা যখন লেভ নেই তখন তার নোটিফিকেশন বন্ধুদের কাছেও যায়। সে কারণে তারা মন খারাপ করে। বন্ধুরা কেমন হতো যদি আমরা চুপি চুপি লেভ নিতে পারতাম আর সেটা কেউ জানতো না। অবশ্যই অনেক ভালো হতো তাই না। হ্যাঁ বন্ধুরা চলুন দেখে নেই কীভাবে আপনি চুপি চুদি লেভ নিবেন কেউ জানতে পারবে না। তবে এডমিন জানতে পারবে। তো এর জন যা করতে হবে- 

  • আপনি যে গ্রুপ থেকে লেভ নিতে চাচ্ছেন সে গ্রুপটিতে প্রবেশ করুন। 
  • তারপর ডানকোনের একদম উপরে ত্রি-ডট আইকনে ক্লিক করুন। 
  • এবার একটু নীচ থেকে More অপশন ক্লিক করুন। তারপর Exit অপশনে ক্লিক করে লেভ নিন। 
READ  নতুনদের জন্য সেরা ৪ টি মেডিক্যাল অ্যাপ 

4. Status Hide – স্ট্যাটাস হাইড

What's app আপডেট ট্রিক

বন্ধুরা What’s App এর সেরা আরো একটি ফিচার হলো স্ট্যাটাস হাইড করা। বন্ধুরা আমরা প্রতিদিন What’s App বিভিন্ন ধরনের স্ট্যাটাস ছাড়ি। প্রয়োজন অনুযায়ী অনেক সময় আমরা চাই আমাদের স্ট্যাটাস ডিলেট না করে অন্যের থেকে লুকিয়ে রাখতে। তবে আগে এই সিস্টেম টি হতো না। আগে শুধু লাষ্ট সিন হাইড করে রাখা যেতো। তবে বর্তমানের What’s App এর নতুন আপডেট ফিচারে What’s App স্ট্যাটাস হাইড করার অপশন টি যুক্ত করে দিয়েছে। এবার থেকে আপনি আপনার প্রিয় স্ট্যাটাস গুলো ডিলেট না করেই সবার থেকে হাইড করে রাখতে পারবেন। তো আপনার স্ট্যাটাস হাইড করতে যা যা করতে হবে – 

  • প্রথমে What’s App ডান কোণের একদম উপরে থ্রি-ডট আইকনে ক্লিক করে সেটিং যেতে হবে। 
  • তারপর একটু নিচে থেকে Privacy অপশনে ক্লিক দিন। 
  • এবার আপনার Last Seen And Online অপশন টিতে ক্লিক করুন। 
  • তারপর উপরে সবার প্রথম ❝Who Can See My Last Seen❞ অপশন থেকে ❝ Nobody ❞ অপশন টি সিলেক্ট করে দিন। 

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট What’s App এর সেরা 4 টি আপডেট ফিচার। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Articles

Back to top button