ইন্টারনেট স্পিড চেক করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইট

Rate This post

আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে আমরা প্রায় সারা বিশ্বের লোকজন ইন্টারনেট ব্যবহার করে থাকি। এদের মধ্য কেউবা মোবাইল ডাটা ইউজার আবার কেউবা ওয়াই-ফাই ইউজার। তবে আমরা সবাই যে ইউজার হইনা কেনো ইন্টারনেট স্পিড নিয়ে কিন্তু আমাদের সবার মাথাব্যথা আছে।কারণ আমরা যারা ওয়াই-ফাই ইউজার তারা বেশিরভাগ মানুষ আমাদের ওয়াইফাই এর স্পিড নেই পায় ৫/১০ এম্বি পিয়েস। কিন্তু ব্রন্ড-ব্যান্ডন্ড লাইন কি আমাদের সত্যি ৫/১০ এম্বি পিয়েস প্রভাইড করে? এ নিয়ে সব সময় একটি প্রশ্ন তো থেকেই যায়। কারণ ওয়াই-ফাই এর স্পিড ডাউন একটি কমন সমস্যা।

বেশিরভাগ সময় রাতে বা দিনে ওয়াই-ফাই এর সার্ভার স্লো থাকে যার কারণে আমরা ইন্টারনেট প্রিড তেমন পাই না। আসলে যখন আপনার মনে প্রশ্ন জাগবে আসলেই কি ব্রন্ড-ব্যান্ড আমাদের ৫/১০ এম্বিপিয়েস নেটওয়ার্ক স্পিড দিচ্ছে বা স্পিড কেমন দিলে তা জানতে চান? তাহলে আজকের পোস্ট টি আপনার জন্য সেরা একটি পোস্ট হতে পারে। কারণ এই পোস্ট টি পড়ার পর আপনি নিজেই দেখে নিতে পারবেন যে আসলে ব্রন্ড-ব্যান্ড লাইনম্যান আপনাকে ঠিক কত স্পিড ইন্টারনেট প্রভাইড করে। হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ইন্টারনেট এর স্পিড চেক করার জন্য সেরা ৩ টি নেটওয়ার্কে স্পিড চেকিং ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। তো চলুন আজকের পোস্ট শুরু করা যাক-

১. Fast – ফাষ্ট

ইন্টারনেট স্পিড চেক করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইটইন্টারনেট স্পিড চেকিং এর জন্য Fast একটি ভালোমানের ওয়েবসাইট। Fast ওয়েবসাইটের ডিজাইন একদম সিম্পল ডিজাইনে তৈরি করা। যার কারণে এই ওয়েবসাইট টি ইউজারদের কাছে একটি জনপ্রিয় ওয়েবসাইট ও বলা চলে। এখানে আপনি সিম্পল ভাবে শুধু ওয়েবসাইটে ব্রাউজ করলেই আপনার বর্তমান নেটের স্পিড চেক করা হবে। এটি অনেক জনপ্রিয় হওয়ার কারণ হলো এখানে আপনি অযথা কোনো অপশন পাবেন না। এছাড়াও আপনি এখানে দেশের প্রায় সবগুলো ভাষায় কিংবা সবগুলো দেশের ইন্টারনেট কিংবা ব্রন্ড ব্যান্ড লাইন এর নেটওয়ার্ক স্পিড চেক করতে পারবেন। এটির আরো একটি ভালো ফিচার হলো এটি কখনো ইউজার কে ভুয়া তথ্য প্রদান করে না। আপনার বর্তমান নেটওয়ার্ক এর উপর ভিত্তি করে আপনাকে আপনার নেটওয়ার্ক স্পিড ঠিক কত তা ক্যালকুলেট করে দিবে।

READ  Chat GPT এর থেকেও  সেরা ৫ টি Ai ওয়েবসাইট

সর্বশেষ এই ওয়েবসাইট টি যখন আপনার সম্পূর্ণ ডাটা স্পিড চেকিং সম্পূর্ণ করবে তখন এর ঘূর্ণন গতি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তারপর দুই/এক সেকেন্ড এর মধ্য ওয়েবসাইটটি আপনার বর্তমান নেটওয়ার্ক স্পিড আপনার সামনে শো করাবে। বন্ধুরা আপনি যদি আপনার নেটওয়ার্ক স্পিড নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজকের আপনারা আপনাদের নেটওয়ার্ক এর স্পিড কত তা Fast ওয়েবসাইট এর মাধ্যমে চেক করে নিন।

২. Ookla – ওকলা

ইন্টারনেট স্পিড চেক করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইটবাংলাদেশের সেরা আর সেই সাথে জনপ্রিয় একটি ইন্টারনেট স্পিড চেক করার অনলাইন টুলস হল এই Ookla টুলস। এটি অনেক জনপ্রিয় একটি ইন্টারনেট স্পিড চেকিং ওয়েবসাইট। এটি জনপ্রিয় হওয়ার কারণ হলো ২০২১-২০২৩ সালে বাংলাদেশের সুনামধন্য একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠান বাংলালিংক এই Ookla দ্বারা ইন্টারনেট টেস্ট করেই বাংলাদেশের ফাষ্টেড ইন্টারনেট নেটওয়ার্ক এর পরিচিতি লাভ করেছিলো। তাহলে আপনি বুজতে পারলেন তো আসলে এই Ookla ইন্টারনেট স্পিড মিটার ওয়েবসাইটটি কতটা ট্রাস্টেড রেজাল্ট শো করায়। আশা করি বুজতে পারছেন। এই Ookla ওয়েবসাইট দ্বারা আপনি আপনার ব্যবহার করার সিমের নেটওয়ার্ক স্পিড সহ ব্রন্ড-ব্যান্ড নেটওয়ার্ক স্পিড পর্যন্ত খুব সহজেই চেক করে নিতে পারবেন৷

এছাড়াও এই ওয়েবসাইটটিতে রয়েছে অসাধারণ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। যা আপনি ব্যবহার করার দারুণ অভিজ্ঞতা দিবে। এছাড়াও এই ওয়েবসাইট এর বেশি ফিচার ব্যবহার করার জন্য ওয়েবসাইট টিতে রয়েছে মেনু বাটন যা থেকে আপনি Ookla এর যাবতীয় বাকি ফিচারগুলোও ব্যবহার করতে পারবেন।এখানে আপনি পাবেন –

  • Apps By Ookla.
  • Website analysis.
  • Network.
  • Developer option by Ookla.
  • Enterprise by Ookla.

এছাড়াও আপনি এখানে আরো অসংখ্য চমৎকার সব টুলস দেখতে পারবেন। যা দ্বারা আপনি আপনার দৈনন্দিন প্রায় সব কাজ মিটিয়ে নিতে পারবেন। ওয়েবসাইট টিতে প্রবেশ করার পর সেখানে বৃত্তের মাঝে একটি Go লেখা থাকবে আপনি সেখানে ক্লিক দিলেই আপনার বর্তমান ইন্টারনেট স্পিড কেমন তা কাউন্ট হওয়া শুরু হবে। বন্ধুরা আপনি যদি একটি ভালো ইন্টারনেট স্পিড চেকিং টুলস খুঁজে থাকেন তাহলে Ookla আপনার জন্য ভালো একটি চয়েজ হতে পারে।

READ  যেকোনো ভিডিও থেকে ফেস পরিবর্তন করুন Ai ওয়েবসাইট দিয়ে একদম ফ্রি

৩. Speed Check – স্প্রিড চেক

ইন্টারনেট স্পিড চেক করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইটউপরের ওয়েবসাইটগুলোর তুলনায় Speed Check অনেক ভালো, সেরা আর সেই সাথে জনপ্রিয় একটি ইন্টারনেট স্পিড চেকিং টুলস। এর জনপ্রিয়তার অন্যতম কারণ হলো অসংখ্য ফিচার একসাথে ব্যবহার করার সুযোগ দেয় এই Speed Check ওয়েবসাইটটি এখানে আপনি আপনি আপনার বর্তমান নেটওয়ার্ক স্পিড চেকিং সহ আরো স্পেশাল কিছু জিনিস ও দেখতে পারবেন। স্পেশাল জিনিসগুলো হলো-

  • এখানে আপনার বর্তমান IP V4 শো করবে।
  • এছাড়াও IP টি যদি V6 আইপি হয় সেটিও শো করবে।
  • এখানে আপনি আপনার নেটওয়ার্ক প্রভাইডার এর নাম দেখতে পাবেন।
  • লেটেনছি কত তা MS আকারে দেখতে পারবেন।
  • ডাউনলোড স্পিড কত তা গ্রাফ আকারে দেখতে পারবেন।
  • আপলোড স্পিড কত সেটিও গ্রাফ আকারে দেখতে পারবেন।
  • আপনার কানেকশন টি কতটা সিকিউর সেটিও দেখতে পারবেন।

এত্তসব চমৎকার ফিচারগুলোর জন্য আমরা এই Speed Check ওয়েবসাইটটিকে সেরা ওয়েবসাইট এর তালিকায় রেখেছি। যা সত্যি অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন তখন একটু নিচেই Start লেখা একটি অপশন দেখতে পারবেন। আপনারা সেই Start লেখা অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইন্টারনেট স্পিড সহ যাবতীয় সকল ডকুমেন্টস স্ক্যানিং করা হবে। আর কয়েক সেকেন্ড এর মধ্য তা আপনাদের সামনে তুলে ধরা হবে। বন্ধুরা আপনারা যদি সেরা একটি ইন্টারনেট স্পিড চেকিং টুলস খুঁজে থাকেন তাহলে আপনি এই Speed Check ওয়েবসাইট টি ব্যবহার করে এখনি আপনার বর্তমান ইন্টারনেট স্পিড চেক করে নিতে পারেন।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট ইন্টারনেট স্পিড চেক করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইট। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।

READ  ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেরা ৩ টি ওয়েবসাইট 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button