গুগলের ৫ টি টিপস্ এন্ড ট্রিক
আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা গুগল নামটির সাথে আমরা সবাই পরিচিত। বর্তমান বিশ্বের সবচেয়ে বড়ো সার্চ ইঞ্জিল হলো গুগল সার্চ ইঞ্জিল। আমাদের প্রতিদিনের সব কাজগুলোকে আরো বেশি সহজ করে দিয়েছে এই গুগল। আমরা প্রায় ৯৯.৯৯% লোক এখন গুগলের সেবা নিয়ে থাকি। তবে আপনি কি গুগল এর নতুন সেরা ৫ টি টিপস এন্ড ট্রিক সম্পর্কে জানেন? হয়ত জানেন না। বন্ধুরা আপনারা যারা গুগল এর নতুন সেরা ৫ টি টিপস এন্ড ট্রিক সম্পর্কে জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন। আজকে আমি আপনাদের সাথে গুগল এর নতুন সেরা ৫ টি টিপস এন্ড ট্রিক সম্পর্কে আলোচনা করবো।
আপনারা আমার আজকের এই পোস্ট টি ভালোভাবে সময় নিয়ে পড়লে গুগল সম্পর্কে নতুন ৫ টি জিনিস শিখতে পারবেন। আর সেই জিনিস গুলো আপনি আপনার প্রতিদিনের কাজে ব্যবহার করে নিজের কাজগুলোকে আরো বেশি সহজ করে নিতে পারবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে আমরা জেনে নেই গুগল এর নতুন সেরা ৫ টি টিপস এন্ড ট্রিক সম্পর্কে। গুগল এর এই ট্রিপস গুলোর মধ্য সর্বপ্রথম আর সেরা জনপ্রিয় একটি ট্রিক হলো –
১. Target Option Search – টার্গেট অপশন খোঁজা
গুগলের সবগুলো নতুন আপডেট এর মধ্য সেরা একটি আপডেট হলো টার্গেট সার্চ ফিচার আপডেট। আমরা গুগলকে সবচেয়ে বেশি ব্যবহার করি সার্চ করার জন্য। তাই এই ফিচারটি বর্তমানে সবচেয়ে সেরা একটি ফিচার। আমরা অনেক সময় গুগলে কিছু লিখে সার্চ করলে দেখতে পাই আমাদের চাহিদার থেকেও আলাদা কিছু কন্টেন্ট বা ভিডিও শো করে, যা আমাদের কাজের জিনিস নয় বা আমাদের কোনো উপকারে আসে না। যার ফলে আমাদের ওই নিদিষ্ট বিষয়ে হেল্পফুল টপিক খুঁজে পেতে সমস্যা হয়। তবে আপনি চাইলে আজ থেকে শুধুমাত্র নিদিষ্ট Keyword সার্চ করে শুধুমাত্র নিদিষ্ট Keyword এ থাকা পোস্টগুলো দেখতে পারবেন।
হ্যাঁ বন্ধুরা এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে (“”) কোটেশন মার্ক। আপনি গুগলে সার্চ করার সময় কোটেশন মার্ক এর মধ্যে যা লিখবেন শুধুমাত্র সেই Keyword গুলো থাকা পোস্ট গুগল আপনাদের কাছে শো করাবে। এছাড়া অন্য কোনো পোস্ট গুগল আপনাদের সামনে শো করাবে না। যেমন গুগলে আমি (“”) সার্চ করার জন্য কোটেশন মার্ক ব্যবহার করে লিখলাম – “5 Best Programming Languages For Learn SEO” তারপর গুগল আমাদের এই একই Keyword লেখা রেজাল্ট গুলো আমাদের সামনে শো করালো।
২. World’s Time – বিশ্ব ঘড়ি
সময় আমাদের অনেক মূল্যবান একটি জিনিস। আমরা সবাই সময়ের মুখোমুখি হয়ে কাজ করি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজকে সময়ের কাছে চ্যালেঞ্জ করে সম্পূর্ণ করতে হয়। আমরা যখন সময় জানতে চাই তখন আমরা হাতের ঘড়ি কিংবা মোবাইলের স্কিন এর দিকে তাকাই তারপর আমাদের সময় দেখতে পাই। তবে সেখান থেকে আমরা কি আন্তর্জাতিক সময় জানতে বা দেখতে পারি? না পারি না আমরা আমাদের সাধারণ ব্যবহার করা ঘড়িতে আন্তর্জাতিক সময় দেখতে পারি না।
বন্ধুরা এবার থেকে আপনি চাইলে গুগল কে আন্তর্জাতিক ঘড়িতে পরিনত করতে পারবেন। আপনার যদি হঠাৎ আন্তর্জাতিক কোন একটি নিদিষ্ট দেশের সময় জানার প্রয়োজন হয় তাহলে আপনি গুগলের মাধ্যমে সারা বিশ্বের যেকোনো দেশের সময় জানতে পারবেন। সারাবিশ্বের যেকোনো দেশের সময় জানার জন্য গুগলে সার্চ করুন [Country] Time. তো চলুন আরো একটি উদাহরণ দিয়ে দেখানো যাক। মনে করুন আপনি America বর্তমান সময় জানতে চাচ্ছেন তাহলে গুগলে সার্চ করুন [America Time] আর সাথে সাথে গুগল আপনাকে American সময় দেখাবে।
৩. Target Website Search – টার্গেট ওয়েবসাইট খোঁজা
আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে থাকি। সেই ওয়েবসাইটগুলোর মধ্য বেশিরভাগ ওয়েবসাইট আমাদের পছন্দের ওয়েবসাইটগুলোর তালিকার মধ্য থাকে। কারণ সেইসব ওয়েবসাইট যেকোনো বিষয় সুন্দর করে বোঝানো থাকে আর লম্বা এক্সপ্লেইন করা থাকে। তবে আমরা যদি গুগলে সরাসরি কোন বিষয় নিয়ে সার্চ করি তাহলে গুগল আমাদের সামনে বিভিন্ন ওয়েবসাইট শো করাবে আর তাদের রেজাল্ট গুলোও শো করাবে।
তবে বন্ধুরা আপনি জানেন গুগলে আপনার পছন্দের ওয়েবসাইটে সার্চ করতে পারবেন? হয়ত জানেন না। গুগলে আপনার পছন্দের নিদিষ্ট ওয়েবসাইটে সার্চ করানোর জন্য আপনি “Site” কমেন্ট টা ব্যবহার করতে পারেন। এতে আপনি সার্চ এর সময় যে ওয়েবসাইট এর নাম দিয়েছিলেন গুগল আপনাকে শুধুমাত্র সেই ওয়েবসাইটে থাকা নিদিষ্ট জিনিসটিই সবার প্রথম আপনাদের মাঝে শো করাবে। আপনারা এই “Site” কমেন্ট টি ব্যবহার এর জন্য ( site:tricknew.com Best 5 programming Language For Learn SEO ) এইভাবে লিখে গুগলে সার্চ করুন। তারপর আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট এর থাকে কন্টেন্ট টি আপনাদের সামনে চলে আসবে।
৪. Find Same Website – একই ওয়েবসাইট খোঁজা
আমরা প্রতিদিন নতুন কিছু শেখার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে থাকি আর সেসব ওয়েবসাইটে থাকা পোস্ট, কন্টেন্ট গুলো পড়ে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখে থাকি। তবে আমরা আমাদের এই নতুন শিক্ষার জায়গা সম্পর্কে অনেক কম জানি। যার কারণে আমরা অনেক বেশি কিছু জানতে পারি না। অল্পের মধ্য সীমাবদ্ধ থাকতে হয় আমাদের। আবার একটি মাত্র ওয়েবসাইট যার খোঁজ আমরা জানি সেখানে প্রতিদিন নতুন কিছু নাও আসতে পারে। তাই আমাদের শেখার পরিধি আরো বাড়িয়ে ফেলতে পারলে অনেক ভালো হয়।
হ্যাঁ বন্ধুরা আপনি চাইলে আপনি আপনার যে পছন্দের ওয়েবসাইটগুলোতে নিয়মিত ভিজিট করেন সেসব ওয়েবসাইট এর মতো আরো বেশি ওয়েবসাইট খুব সহজেই খুঁজে নিতে পারবেন। যার ফলে আপনার জ্ঞান অর্জন করা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আপনি আপনার পছন্দের ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য গুগল সার্চ ইঞ্জিলে লেখুন related: TrickNew.com তাহলে গুগল আপনাকে ওই ওয়েবসাইট এর মতোই একই ওয়েবসাইটগুলো আপনার সামনে শো করাবে।
5. Place To Place Determine The Distance – জায়গার দূরত্ব নির্ণয়
গুগলের সবগুলো ফিচার এর মধ্য আরো একটি সেরা ফিচার হলো এই Place To Place Determine The Distance ট্রিক। বন্ধুরা আমরা সব সময় নতুন কিছু দেখার আগ্রহ প্রকাশ করি। আর তার কারণেই আমরা ছুটে যাই সেইসব জায়গায়। অনেক সময় আমরা সেসব জায়গার রাস্তা ভুলে যাই। আবার অনেক সময় পথ চলতে গিয়ে আমরা দ্বিধায় পড়ে যাই। ভাবতে থাকি যে এখান থেকে নিদিষ্ট গন্তব্য আরো কতদূর? কিন্তু আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার না জানার কারণে আমাদের প্রশ্নের উত্তর খুঁজে পাই না।
বন্ধুরা এবার থেকে আপনি চাইলে বিশ্বের যে কোন অপরিচিত জায়গায় যাবেন কোনো চিন্তা ছাড়াই। আপনার পথ চলার সঙ্গী হিসেবে গুগল সব সময় আপনার পাশে থাকবে। এছাড়া আপনার নির্দিষ্ট গন্তব্য আরো কতদূর তা আপনি গুগলের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন। তো এর জন্য আপনি গুগলের সার্চ অপশনে লিখুন ” Distance Between Bangladesh To America ” তারপর গুগল আপনাকে আপনার সার্চ করা সেই নিদিষ্ট স্থানের দূরত্ব সম্পর্কে অবগত করবেন।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট, গুগলের ৫ টি টিপস্ এন্ড ট্রিক। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।