কীভাবে ফেসবুক প্রোফাইলে গান যুক্ত করবেন
আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে ফেসবুক চিনি না এমন মানুষ হয়ত আর খুঁজেও পাওয়া যাবে না। কারণ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড়ো একটি সোশ্যাল মেসেজিং ওয়েবসাইট হলো এই ফেসবুক। এখানে আপনি মুহূর্তের মধ্য দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে খুব সহজেই অন্য একজনের সাথে আড্ডায় মেতে উঠতে পারবেন। এছাড়াও এখানে আপনি ভিডিও, অডিও সহ নানারকম সব মজার ভিডিও বা অডিও পেয়ে যাবেন। তবে আপনি কি জানেন এখন থেকে আপনিও আপনার পছন্দের গান ফেসবুক প্রোফাইলে সেট করে রাখতে পারবেন। যখন কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভিজিট করবে তখন সে আপনার সেই সেট করা অডিও বা ভিডিও গানটি শুনতে পারবে। ফেসবুক প্রোফাইলে গান যুক্ত করার ট্রিক।
বন্ধুরা আমরা যারা আগে থেকে ফেসবুক ব্যবহার করি কিংবা নতুন ফেসবুক ব্যবহার করা শিখছি তারা হয়ত অনেকেই জানে না যে এখন ফেসবুকের নতুন আপডেট এর পর থেকে নিজের ফেসবুক প্রোফাইলে আপনি নিজেই আপনার ইচ্ছামতো ভিডিও গান বা অডিও গান সেট করে নিতে পারবেন। এবার কীভাবে সেট করবেন এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন তাই তো? চিন্তা করার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের এই বিষয়েই সমাধান দিবো। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে আপনার ইচ্ছামতো ভিডিও বা অডিও গান সেট করে নিবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শুরু করা যাক।
আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে গান যুক্ত করতে চাইলে সর্বপ্রথম আপনাকে প্লেস্টোর থেকে Facebook এর অফিসিয়াল অ্যাপ টি ইন্সটল করে নিতে হবে।তারপর আপনারা সেই অফিসিয়াল Facebook অ্যাপটিতে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে গান যুক্ত করতে চান সেই Facebook অ্যাকাউন্ট টি লগ-ইন করে নিবেন।এবার আপনারা আপনাদের অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করুন।তারপর আপনারা আপনাদের প্রফাইলের একটু নিচেই Music নামে একটি অপশন দেখতে পারবেন। এবার আপনারা Music অপশন টিতে ক্লিক করুন।এবার আপনাদের সামনে ঠিক এইরকম ভাবেই জনপ্রিয় কিছু Music শো করবে। আপনারা চাইলে এখান থেকেই আপনাদের পছন্দের গানটি আপনাদের প্রোফাইল সেটয়াপ করতে পারবেন।আর আপনারা এগুলো Music যুক্ত করতে না চাইলে আপনাদের পছন্দ মতো Music সার্চ করেও যুক্ত করে নিতে পারবেন। এর জন্য আপনারা উপরের সার্চ আইকনে ক্লিক করুন তারপর আপনাদের পছন্দের Music এর নাম লিখুন আর সার্চ করুন।এবার আপনাদের পছন্দমতো গান পাওয়ার পর গানটি আপনাদের প্রোফাইলে যুক্ত করার জন্য কাঙ্ক্ষিত গানটির থ্রি-ডট মেনুবারে ক্লিক দিবেন।তারপর আপনারা নীচ থেকে Select অপশনে ক্লিক দিবেন।তো বন্ধুরা দেখুন গানটি আমাদের প্রোফাইলে যুক্ত হয়ে হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইলে ভিজিট করা যেকোনো ব্যক্তি উক্ত গানে ক্লিক করলে গানটি শুনতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট, কীভাবে ফেসবুক প্রোফাইলে গান যুক্ত করবেন। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।