কিভাবে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন

Rate This post

আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা গুগল ড্রাইভ এই নাম টার সাথে আমরা অনেকেই গভীরভাবে পরিচিত। কেননা গুগল ড্রাইভ গুগলের একটি ফ্রি সার্ভিস। এখানে আপনি কোনো এক্সট্রা খরচ ছাড়াই একদম ফ্রিতে ১৫ জিবি স্টোরেজ ব্যবহার করতে পারবেন। যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুরা এই গুগল ড্রাইভ এর প্রয়োজনীয় ব্যবহার অনেক বেশি। আমরা আমাদের প্রতিদিনের তোলা বিভিন্ন ছবি, ফাইল, ভিডিও, অডিও এমনকি আমাদের গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস সেভ রাখার জন্য গুগল ড্রাইভে রাখি। যাতে আমাদের ফাইগুলোর কোনো ক্ষতি না হয়। আবার প্রয়োজনের তাগিদে এই ফাইলগুলো আমরা বিভিন্ন লোকজন এর কাছে ফাইল লিংক শেয়ার করি। তারা ফাইল লিংকে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেয়। আমরা সবাই জানি গুগল ড্রাইভের ডাউনলোড লিংক থেকে ফাইল ডাউনলোড করা কতটা ঝামেলা বা সময়ের কাজ।

বন্ধুরা কেমন হতো যদি আপনার এই গুগল ড্রাইভের ফাইল ডাউনলোড করার জন্য বেশি স্টেপ বা ঝামেলা পার না করা লাগতো? যদি এক ক্লিকে আপনার গুগল ড্রাইভের ফাইল ডাউনলোড করা যেতো! এবার ভাবছেন নিশ্চয়ই অনেক ভালো হতো তাই না? হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার গুগল ড্রাইভে এক ক্লিকে ফাইল ডাউনলোড করার জন্য ডাইরেক্ট ফাইল ডাউনলোড লিংক বানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কাজে নেমে পরি –

সর্বপ্রথম আপনি আপনার ফোনে থাকা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করুন। আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটি না থেকে থাকে তো প্লে-ষ্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করে নিবেন।
কিভাবে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন
এখন আপনারা ডান কোণের একদম উপরে সার্চ অপশনে ক্লিক করুন।

আপনারা সার্চ অপশনে লিখুন ❝ TEAM X TOOLS❞ লিখে সার্চ করুন। তারপর আমার দেখানো মতো তাদের অফিসিয়াল বট টি ওপেন করুন।
কিভাবে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন
টুলস টিতে প্রবেশ করার পর একটু নিচে ❝ Start ❞ অপশনে ক্লিক করুন।

তারপর একটু অপেক্ষা করুন। এবং নীচ থেকে মেনুবার অপশনে ক্লিক করুন

মেনুবারে ক্লিক করার পর আপনারা নীচ থেকে 2 No Option টি সিলেক্ট করে দিন।
কিভাবে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন
২ নং অপশন টি সিলেক্ট করার পর বটটি আপনাদের থেকে আপনারা যে ফাইলটির ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাতে চাচ্ছেন সেই ফাইল টির লিংক চাইবে আপনি সেই ফাইলটির লিংক এখানে দিয়ে দিন। তারপর আপনারা গুগল ড্রাইভে চলে যান তারপর যে ফাইলটির ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাতে চাচ্ছেন সেই ফাইল টির লিংক কপি করে নিন।

READ  VPN সেরা ৫ টি ফিচার যা সম্পর্কে আপনার জানা দরকার

এবার আপনারা আবারো সেই টেলিগ্রাম অ্যাপটির বট ওপেন করুন আর সেখানে আপনাদের ড্রাইভ লিংকটি পেস্ট করে দিন। তারপর সেই মেছেজ টি SEND করুন। দেখুন সেন্ড করার সাথে সাথে বটটি আমাদের ড্রাইভের ফাইলটির ডাইরেক্ট ডাউনলোড লিংক বানিয়ে দিলো –

এবার আপনি লিংকটিতে ক্লিক করে আপনার ফাইলটি কোন ঝামেলা ছাড়া একদম সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট কীভাবে খুব সহজে টেলিগ্রামের মাধ্যমে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Articles

Back to top button