VPN সেরা ৫ টি ফিচার যা সম্পর্কে আপনার জানা দরকার

Rate This post

আসসালামু আলাইকুম। ট্রিকনিউ এর নতুন আরো একটি পোস্টে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা Vpn সম্পর্কে আমরা সবাই জানি। অনলাইনে সেরা প্রাইভেসি পেতে গেলে Vpn ব্যবহার এর বিকল্প নেই। Vpn অনলাইনে প্রাইভেসি দেওয়ার কারণেই অনেক জনপ্রিয় একটি টুলস হিসাবে পরিচিত লাভ করে। এছাড়াও Vpn দিয়ে আপনি যেকোনো ক্লান্ট্রি ব্লোক ওয়েবসাইট খুব সহজেই এক্সেস করতে পারবেন। আপনি যদি Vpn ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে আপনি ডাটার কেউ এক্সেস নিতে পারবে না। ফলে আপনি অনলাইনে সুরক্ষিত থাকবেন। 

বন্ধুরা আমরা অনেকেই আমাদের প্রয়োজনে Vpn ব্যবহার করে থাকি। আবার Vpn দিয়ে আমরা হাতে গোনা দুই একটি কাজ করে থাকি। কিন্তু Vpn এর সেরা কিছু হাইডেন ফিচার সম্পর্কে আমরা জানি না। যেগুলো ফিচার সম্পর্কে না জানার কারণে আমরা Vpn এর ইন্টারেস্টিং কিছু ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছি। বন্ধুরা আজকে আমরা Vpn এর সেরা কয়েকটি হাইডেন ফিচার সম্পর্কে জানবো। আপনি যদি একজন নিয়মিত Vpn ইউজার হয়ে থাকেন তাহলে আপনার Vpn এর সেরা ৫ টি ফিচার সম্পর্কে জানা উচিত। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা –

১. Stream Service – স্ট্রিম সার্ভিস

VPN সেরা ৫ টি ফিচার

Vpn এর সেরা কয়েকটি ফিচার এর মধ্য উল্লেখযোগ্য একটি ফিচার হলো এই স্ট্রিম সার্ভিস ফিচার। আপনি যদি Us Or China দেশের ইউজার হন তাহলে খেয়াল করবেন, আপনি যখন অনলাইনে কোন ভিডিও স্ট্রিম কিংবা কন্টেট দেখেন তখন সেখানে শুধু আপনার দেশের ভাষায় বানানো কিংবা আপনার দেশের ভিডিও গুলোই দেখতে পেতে পারেন। কিন্তু আপনি যদি Vpn কানেক্ট করে নেন তখন আর আপনি কান্ট্রি ব্লোকে থাকবেন না। আপনি Us Or China দেশের ইউজার হলেও সকল দেশের স্ট্রিম এক্সেস পেয়ে যাবেন। আপনি এবার Vpn ব্যবহার করে যেকোনো দেশের খেলা দেখুন আর উল্লাসে ভেসে উঠুন। 

READ  কিভাবে গুগল ড্রাইভের ডাইরেক্ট ডাউনলোড লিংক বানাবেন

২. Split Terneling – স্প্লিট টার্নেলিং

আপনি যদি vpn ইউজার হন

Vpn এর সেরা কয়েকটি ফিচার এর মধ্য আরো একটি সেরা ফিচার হলো এই Split Tunneling ফিচার। ইন্টারনেট ব্যবহার এর ফলে নেটওয়ার্ক এর স্পিড অনেক কমে যায়। এমনকি সাথে ডাউনলোড স্পিড ও কমে যায়। এই ঝামেলা থেকে মুক্তির জন্য সেরা একটি ফিচার হলো এই Split Tunneling ফিচার। Vpn কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ এর সময় কোন কোন অ্যাপ Vpn এর এক্সেস পাবে আর কোন কোন অ্যাপ Vpn এক্সেস পাবে না তা আপনি এই Split Tunneling ফিচার এর মাধ্যমে খুব সহজে নির্ধারণ করে দিতে পারবেন। এই ফিচারটির ফলে আপনি ফুল স্প্রিডে ইন্টারনেট ব্রাউজ সহ ডাউনলোড ও করতে পারবেন। 

বি.দ্র. সকল অ্যাপে এই সুবিধা থাকে না এটি এখন পর্যন্ত শুধু NordVpn ও Express Vpn এই ফিচার টি আছে। আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। 

৩. KillSwitch – কিলসুইচ

আপনি যদি vpn ইউজার হন

Vpn ব্যবহারে প্রাইভেসি রক্ষায় সেরা একটি ফিচার হলো এই KillSwitch ফিচারটি। আপনি যখন অনলাইনে নিজেকে গোপন রেখে কোনো গোপনীয় কাজ করবেন। কিংবা সাইবার এজেন্সির হয়ে কাজ করবেন তখন আপনি চাইবেন আপনাকে যাতে কেউ ট্রাক করতে না পারে সেজন্য এই KillSwitch ফিচারটি বেশ জনপ্রিয়। মনে করুন Vpn ব্যবহার করে আপনি কোনো গোপনীয় কাজ করছেন হঠাৎ আপনার Vpn টি ডিসকানেকটেড হয়ে গেলো যার ফলে আপনার প্রাইভেসি পাবলিশ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যখন এই KillSwitch ফিচার টি চালু করে দিবেন তখন আপনার Vpn কানেকশন টি অফ হওয়ার সাথে সাথে আপনার ডাটা কানেকশন টিও ডিসকানেকটেড হয়ে যাবে। যার ফলে আপনার প্রাইভেসি কেউ পাবলিশ করতে পারবে না। এটি সব Vpn এ এনাবেল থাকে না। এটিকে আলাদা করে সচল করে নিতে হয়। 

৪. Performance Check – পারফরম্যান্স চেক

VPN সেরা ৫ টি ফিচার

আমরা যখন কোনো পেইড Vpn নেই তখন সেই Vpn এর পারফোমেন্স চেক করাটা অনেক বেশি জরুরি হয়ে যায়। কেননা নেট কানেকশনে Vpn টি স্পিড এর দিক থেকে কেমন পারফোমেন্স করছে সেটি আমরা সকলেই জানতে উৎসুক হয়ে যাই। কেননা Vpn পারফোমেন্স ভালো থাকলে ইন্টারনেট ব্রাউজিং এ সেরা পারফোমেন্স পাওয়া যায়। যা আমাদের কাজে অনেক আনন্দ দেয় এবং যেকোনো কাজ করেও শান্তি পাওয়া যায়।

READ  নতুনদের জন্য সেরা ৪ টি মেডিক্যাল অ্যাপ 

৫. Multiple Account Useing – মাল্টিপল একাউন্ট ইউজ

আপনি যদি vpn ইউজার হন

আপনি যখন কোনো প্রিমিয়াম Vpn সাবসক্রিপশন নিবেন তখন আপনি আগে নিশ্চিত হয়ে নিন Vpn টি একটি মাত্র অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে সার্পোট করে কি না? যদি মাল্টিপল ডিভাইস সার্পোট করে তাহলে Vpn টি আপনার জন্য সেরা একটি Vpn হতে পারে। এক্ষেত্রে আপনি সেই Vpn টি কেনার পর খুব সহজেই আলাদা আলাদা ডিভাইসে আরামসে ব্যবহার করতে পারবেন। এতে কোন সমস্যা দেখা যাবে না। এমনকি আপনার ফ্যামিলি মেম্বারদের কাজেও Vpn অ্যাকাউন্ট টি শেয়ার করতে পারেন। এতে আপনার খরচ কিছুটা কম হয়ে যেতে পারে। এছাড়া আপনার Vpn সাবক্সিপশন টি পরে কম টাকায় আরো অনেকের কাছে বিক্রি করতে পারবেন। এতে আপনার খরচ কিছুটা সাশ্রয় হয়ে পারে। 

 তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের পোস্ট Vpn এর সেরা ৫ টি ফিচার। আশা করি পোস্ট টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পোস্টে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TrickNew এর সাথেই থাকবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Related Articles

Back to top button